×
  • প্রকাশিত : ২০২৫-১০-০৬
  • ১৮ বার পঠিত
ফেনী প্রতিনিধি ;

ফেনী রেলওয়ে স্টেশন এলাকা থেকে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭, চট্টগ্রাম। শনিবার (৫ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির উদ্দেশ্যে ফেনী রেলওয়ে স্টেশনে অবস্থান করছে। খবর পেয়ে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— কক্সবাজার জেলার টেকনাফ থানার নয়াপাড়ার বাসিন্দা নুর হোসাইনের ছেলে জাহেদ হোসেন (২৩) এবং একই জেলার সদর থানার পাহাড়তলী এলাকার মৃত উসমান গণির স্ত্রী আয়েশা আক্তার (৪৪)।
পরে তাদের তল্লাশী করে সঙ্গে থাকা দুটি ব্যাগ থেকে কসটেপ মোড়ানো পাঁচটি বান্ডিলের ভিতর লুকানো মোট ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ফেনী সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে গাঁজা সংগ্রহ করে ফেনী, কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করত। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লাকসাম রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat