মো: রিয়াজ, স্টাফ রিপোর্টার শেরপুর ;
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধীনস্থ হলদিগ্রাম বিওপি গোপন সংবাদের ভিত্তিতে হলদিগ্রাম বিওপি ইনচার্জ নায়েক সুবেদার হেলাল এর তত্ত্বাবধানে বিজিবির একটি টহল দল বিশেষ অভিযান চালিয়ে (৬ অক্টোবর) আনুমানিক রাত ৯:৩০ ঘটিকায় সীমান্ত পিলার ১১১০/এমপি হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গজারী বাগান স্থান থেকে ৪ টি সিএনজি ভর্তি আটক মানবপাচারকারী চক্রের সদস্য মিলন হক (৩৫) ও মজনু মিয়া (৩৬)-কে গ্রেপ্তার করা হয়েছে, আর চক্রের মূল হোতা মহিদুল ইসলাম (৩০) পলাতক রয়েছে
পরে তাদের তথ্যসূত্রে জানা যায়, মাত্র ৫ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চুক্তি হয় শেরপুরের ২ জন দালাল চক্রের সাথে। আটককৃতরা সবাই বাংলাদেশের নাগরিক এবং রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এবং শেরপুর জেলার স্থায়ী বাসিন্দা। আটকের সময় তাদের কাছ থেকে ১৪টি মোবাইল ফোন, একটি হাত ঘড়ি এবং নগদ ৫৪ হাজার টাকা জব্দ করা হয়।
আটককৃত দুই মানব পাচারকারী ব্যক্তির বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ অনুযায়ী ঝিনাইগাতী থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে এবং আটককৃত সবাই কে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান জানান, অবৈধভাবে অনুপ্রবেশের মাধ্যমে ভারতের চেন্নাই শহরে রাজমিস্ত্রি ও শ্রমিক হিসেবে কাজ করার পরিকল্পনা ছিল তাদের।
তিনি আর ও বলেন , শেরপুরের আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে আসছে বিজিবি জওয়ানরা।
এ জাতীয় আরো খবর..