×
  • প্রকাশিত : ২০২৫-১০-০৭
  • ২৬ বার পঠিত
সাইফুল ওয়াদুদ,নওগাঁ ;

‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের অর্থায়নে আয়োজিত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে নওগাঁয় জেলা পর্যায়ের এক পরামর্শমূলক মিডিয়া কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা সিভিল সার্জন অফিসের সহযোগিতায় কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস নওগাঁ। 


কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মানিত কর্মকর্তা জনাব ফায়জুল হক। সভাপতিত্ব করেন নওগাঁর সিভিল সার্জন ডা. মোঃ আমিনুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আবু সাহালে মোহাম্মদ মাসুদুল ইসলাম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. লুৎফর রহমান। 


কর্মশালায় টাইফয়েড রোগ প্রতিরোধে দলগতভাবে টিকাগ্রহণের গুরুত্ব, বিশেষ করে শিশু, কিশোর ও নারীদের মাঝে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। স্থানীয় গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর কার্যকর কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানটি সংশ্লিষ্ট সকলের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং সফল টিকাদান কার্যক্রম বাস্তবায়নে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। পরে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন সংক্রান্ত জেলা পর্যায়ের সংবাদ সম্মেলন  অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat