- প্রকাশিত : ২০২৫-১০-০৮
- ৫১ বার পঠিত
ফেনী প্রতিনিধি ;
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ কার্যক্রম জোরদারকরণে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ফেনীতে ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশন ফেনী জেলা কার্যালয়ের মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
এসময় স্বাগত বক্তব্য দেন সরকার সারোয়ার আলম, পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. মোঃ রাশেদুল হাসান, মেডিকেল অফিসার, সিভিল সার্জনের কার্যালয়, ফেনী, এবং আসাদুজ্জামান ভুঁইয়া, সহকারী পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, প্রধান কার্যালয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন মোঃ নাজমুস সাকিব, উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, ফেনী জেলা কার্যালয়।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ মাসুদ রানা, ফিল্ড অফিসার, ইসলামিক ফাউন্ডেশন, ফেনী, এবং সঞ্চালনা করেন মোঃ হেলাল উদ্দিন, হিসাব রক্ষক, ইসলামিক ফাউন্ডেশন, ফেনী।
কর্মশালায় ধর্মীয় নেতৃবৃন্দ টাইফয়েড প্রতিরোধে টিকাদানের গুরুত্ব তুলে ধরেন এবং ধর্মীয় ও সামাজিক পরিসরে সচেতনতা বৃদ্ধিতে সহযোগিতা করার আহ্বান জানান।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..