জাহিদ হাসান টিপু, শরীয়তপুর প্রতিনিধি ;
শরীয়তপুরের সখিপুরে স্ত্রী সামিয়ার সঙ্গে দাম্পত্য কলহ ও বিচ্ছেদের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রহিম নামে এক কলেজ শিক্ষার্থী । তিনি নড়িয়া সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে চরভাগা ইউনিয়নের পশ্চিম মনাই হাওলাদার কান্দিতে নিজ ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রহিম । পরে পরিবার ও স্থানীয়রা ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ভাষ্যমতে, প্রায় ৯ মাস আগে রহিম ও সামিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা গোপনে বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে পারিবারিক সম্মতিতে সামাজিকভাবে তাদের বিবাহ সম্পন্ন হয়। তবে বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের দাম্পত্য কলহ চলতে থাকে; প্রায়ই ঝগড়া হতো বলে জানিয়েছেন পরিবার ও এলাকাবাসী। সর্বশেষ গতকাল সোমবার সামিয়া রহিমকে তালাক দেন। এতে মানসিকভাবে ভেঙে পড়ে পরদিনই আত্মহত্যার পথ বেছে নেন রহিম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরেই রহিম আত্মহত্যা করেছেন।