×
  • প্রকাশিত : ২০২৫-১০-০৯
  • ১৫ বার পঠিত

বরগুনা প্রতিনিধি ;



বরগুনার ফুলঝুড়ি বাজার ও বেতাগী পৌর এলাকার নদীপাড়ে রক্ষা বাঁধের কাজ ধীরগতিতে চলায় চরম ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। প্রতিদিন জোয়ারের পানিতে বাজার ও সড়ক তলিয়ে যাচ্ছে—নদীগর্ভে বিলীন হচ্ছে আশপাশের এলাকা।
বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী ফুলঝুড়ি বাজার—একসময় ছিল শতাধিক দোকানের প্রাণচঞ্চল বাজার। এখন সেই বাজার ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে নদীর গর্ভে। রক্ষা বাঁধের ব্লকের কাজ স্থবির হয়ে পড়ায় প্রতিদিন নতুন নতুন অংশ নদীতে বিলীন হচ্ছে।
একই চিত্র দেখা যাচ্ছে বেতাগী পৌরসভা, কালীকা বাড়ি বাজার এবং বামনা উপজেলার রামনা লঞ্চঘাট এলাকায়ও। কোথাও কোথাও দায়সারা ভাবে জিও ব্যাগ ফেলা হলেও সেগুলো টিকছে না নদীর তীব্র স্রোতে। ফলে নিয়মিত জোয়ারের পানিতে ডুবে যাচ্ছে সড়ক ও বাজার এলাকা—হুমকির মুখে জনজীবন ও ব্যবসা-বাণিজ্য।
স্থানীয়দের অভিযোগ, আগস্টের আগে ঠিকাদার কাজ শুরু করলেও পরে ফেলে চলে যায়। এতে ফুলঝুড়ি বাজার ও বেতাগীর নদীপাড়ের বড় অংশ নদীতে বিলীন হয়েছে।
এক দোকানি বলেন,প্রতিদিন ভয়ে থাকি, কখন দোকানটা নদীতে চলে যায় বলা যায় না। ঠিকাদার কাজ শুরু করে মাঝপথে ফেলে গেছে—এখন নদী গিলে নিচ্ছে সব।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী বলেন, বেতাগী পৌর শহর রক্ষা করা এখন কঠিন হয়ে যাচ্ছে। তাই ব্লকের কাজ দ্রুত সম্পন্ন করা জরুরি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগাদা দিয়েছি।”
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হান্নান প্রধান জানান, আগের বেশ কয়েকজন ঠিকাদার কাজ ফেলে চলে গেছেন। এজন্য রি-টেন্ডারের মাধ্যমে নতুনভাবে কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে এলাকাবাসীর একটাই দাবি—দ্রুত রক্ষা বাঁধের কাজ সম্পন্ন করা না হলে অচিরেই ফুলঝুড়ি বাজার ও বেতাগী পৌর এলাকার বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat