×
  • প্রকাশিত : ২০২৫-১০-০৯
  • ৪৩ বার পঠিত

জনি হোসেন, স্টাফ রিপোর্টার ;

 নীলফামারীর জলঢাকা উপজেলার চাড়ারকাটা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(৯ অক্টোবর) দুপুরে উপজেলার খুটামারা ইউনিয়নের বটতলী এলাকায় মর্মান্তিক ওই ঘটনাটি ঘটেছে। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন, খুটামারা ইউনিয়নের পাসারিপাড়া এলাকার আতিয়ার রহমানের ছেলে হাসান আলী(৮) ও নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের মানুষমারা এলাকার হৃদয় হোসেনের ছেলে মাসুম হোসেন(১০)। সম্পর্কে তারা মামাতো ফুফাতো ভাই। 

বিষয়টি নিশ্চিত করেছেন খুটামারা ইউপি চেয়ারম্যান রাকিবুল ইসলাম। তিনি জানান, দুপুর ১টার দিকে নদীর ধারে বসে তিন শিশু খেলা করছিল। এসময় অসাবধানতা বসত হাসান ও মাসুম নদীতে পরে গেলে নদীর উপরে থাকা অপর শিশুটির চিৎকারে এলাকাবাসী এসে নদীতে নেমে তাদের খোজাখুজি করে। অনেক খোঁজাখুজির পর সন্ধ্যান না পাওয়ায় জলঢাকা ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ফায়াস সার্ভিসের ডুবুরি দল নদী থেকে একশ’গজ দূর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। তিনি বলেন, নদীটি বর্ষার কারণে অনেক জায়গায় গভীর হয়ে গেছে, যা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়া প্রতিদিন এলাকার শত শত শিশু-কিশোররা নদীতে গিয়ে গোসল করছে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat