×
  • প্রকাশিত : ২০২৫-১০-১৩
  • ১৮ বার পঠিত

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি;


নওগাঁর বদলগাছীতে সরকারি জমি থেকে এক ভূমিহীন বৃদ্ধাকে উচ্ছেদ ও মারধরের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে বদলগাছী উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন নওগাঁ জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের নওগাঁ জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান অনিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন
এছাড়াও বক্তব্য রাখেন ভুক্তভোগী ভূমিহীন বৃদ্ধা লাইলী বেওয়া, প্রতিবেশী নাজিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা অভিযোগ করেন, গত ৩০ বছর ধরে সরকারি ওই জায়গায় বসবাস করছেন ভূমিহীন লাইলী বেওয়া। একসময় জমিটি নিচু ও বসবাসের অনুপযোগী ছিল। তিনি নিজ উদ্যোগে মাটি ভরাট করে ঘর নির্মাণ করে সেখানে বসবাস শুরু করেন।

সম্প্রতি ঝড়-বৃষ্টিতে ঘর ভেঙে গেলে লাইলী বেওয়া গ্রামবাসীর সহযোগিতায় একই স্থানে ঘর তুলতে গেলে পাশের জমির মালিকরা বাধা দেয়। বিষয়টি তিনি অধাইপুর ইউনিয়ন পরিষদে অভিযোগ করলে, অভিযোগ রয়েছে—চেয়ারম্যান মোটা অঙ্কের টাকার বিনিময়ে জমি মাপজোক করে উভয়পক্ষের মাঝে ভাগ করে দেন।

এরপরই বৃদ্ধা লাইলীকে উচ্ছেদের চেষ্টা এবং তাকে মারধরের ঘটনা ঘটে।

বক্তারা এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বলেন,একজন অসহায় বৃদ্ধা দীর্ঘদিন ধরে সরকারি খাসজমিতে আশ্রয় নিয়েছেন। অথচ এখন তাকে জোর করে উচ্ছেদ করা হচ্ছে—এটি মানবাধিকারের চরম লঙ্ঘন।

তারা অবিলম্বে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও লাইলী বেওয়াকে সরকারি ওই জমিতে পুনরায় বসবাসের সুযোগ দেওয়ার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat