×
  • প্রকাশিত : ২০২৫-১০-১৪
  • ২৬ বার পঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি:

 কিশোরগঞ্জকে ময়মনসিংহ বিভাগে যুক্ত না করে ঢাকা বিভাগের সাথে রাখার দাবিতে আন্দোলনে নেমেছে কিশোরগঞ্জের জনসাধারন। এই আন্দোলনের অংশ হিসেবে গতকাল জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে কিশোরগঞ্জের সাধারণ ছাত্র-জনতা। গতকাল দুুপরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ফৌজিয়া খানের হাতে এ দাবির পক্ষে স্মারকলিপি তুলে দেয়া হয়। এ সময় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ্ কায়সার শহীদ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সায়েদ সুমন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ, সাবেক প্রচার সম্পাদক জগলুল হাসান চয়ন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের জেলা সভাপতি মুযাক্কির, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পায়েল চৌধুরী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া, গুরুদয়াল কলেজ ছাত্রশিবিরের সভাপতি এমদাদুল হক, গুরুদয়াল কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম জেনি, ছাত্রনেতা শেখ মুদ্দাছির তুসি, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নুসরাত জাহান, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস জেলা বায়তুল মাল সম্পাদক বরকত উল্লাহ, ছাত্রনেতা হাসিবুল হোসাইন, ছাত্রনেতা জাহিদ আহসান রাসেল, ছাত্রনেতা প্রিন্স সহ সাধারন মানুষ উপস্থিত ছিলেন। 
এদিকে, রোববারের মতো সোমবারও কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগ থেকে স্থানান্তর প্রক্রিয়ার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। জেলা শহরের গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণের শহীদ মিনারে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ ছাত্র-জনতা। এ ছাড়া শহরের কালীবাড়ি মোড় সংলগ্ন বিজয় মঞ্চে ‘বিপ্লবী ছাত্র-জনতা’র ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। এতে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভীন, সাবেক সহ-সভাপতি শোয়েব সাদেকীন বাপ্পীসহ ছাত্র ও যুব নেতৃবৃন্দ অংশ নেন। তবে অসমর্থিত সুত্র থেকে জানা গেসে সরকার আপাদত এ সিদ্ধান্ত থেকে সরে আসছে।কিশোরগঞ্জের মতো টাঙ্গাইল জেলাতেও অনুরূপ কর্মসুচী পালিত হচ্ছে।এর আগে ময়মনসিংহ বিভাগ হবার সময় কিশোরগঞ্জ কে অন্তর্ভুভুক্ করতে চাইলে তখনো আন্দোলনের মুখে সরকার সরে আসতে বাধ্য হয়।এবারো কিশোরগঞ্জবাসী " ময়মনসিংহ না ঢাকা ঢাকা " বলে স্লোগান তুলেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat