×
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৫
  • ১০৫ বার পঠিত
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে একটি পিকনিকের ট্রলার ডুবে ৫ নারী-শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে পুলিশ বলছে একজনের লাশ পাওয়া গেছে। এসময় নিখোঁজ রয়েছে আরো ৫ থেকে ৭ জন। আহত হয়েছে কমপক্ষে ১০ ব্যক্তি।

ট্রলারটিতে কমপক্ষে ৪৬ জন যাত্র ছিল। আজ শনিবার রাত সাড়ে ৮টার ডহলি-তালতলা খালে উপজেলা খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সিরাজদিখান উপজেলা থেকে একটি ভাড়া ট্রলারে ৪০ যাত্রী নিয়ে পদ্মা নদীতে পিকনিকে যায় ট্রলারটি। সারাদিন নদীতে বিনোদন শেষে ডহরী-তালতলা খাল দিয়ে ট্রলারটি সিরাজদিখান ফিরছিল।

রাত সাড়ে ৮টার দিকে লৌহজংয়ের খিদির পাড়া ইউনিয়নের রসকাঠি এলাকার খাল দিয়ে ঢাকামুখী যাচ্ছিল ট্রলারটি। এসময় লৌহজংমুখী একটি বাল্কহেড নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারের সঙ্গে মুখোমুখি ধাক্কা খেলে ট্রলারটি ডুবে যায়। স্থানীয়রা ট্রলারটি উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুর্ঘটনাকবলিত ট্রলারের ৫ যাত্রীর লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে।

তাদের মধ্যে দুজন নারী, ১টি ছেলে ও ২টি মেয়ে শিশু রয়েছে। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই ৪টি লাশ নিয়ে গেছে স্বজনরা। নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ঈমাম হোসেন জানিয়েছেন, সিরাজদিখান থেকে ৪৬ যাত্রী নিয়ে ট্রলারটি লৌহজংয়ের পদ্মায় পিকনিকে গিয়েছিল। ফেরার পথে খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকায় ট্রলারটি একটি বাল্কহেডের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রলারটি ডুবে যায়।

একটি লাশ উদ্ধার করা হয়েছে। ৪টি লাশ স্বজনরা নিয়ে গেছে কিনা তা তার জানা নেই। ট্রলারটিতে ৪৬ জন যাত্রী ছিল। বাল্কহেড আটক করা হয়েছে। ট্রলারটি উদ্ধারে চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat