গোপাল দাস হৃদয়, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)প্রতিনিধি :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘাটা, সতুরচর, ইমামগঞ্জ বাজার ও ব্রজেরহাটিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ মমিন আলী। পরে ইমামগঞ্জ বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়।
এদিন বিকেল তিনটা থেকে বয়রাগাদী ইউনিয়নের বড়পাউলদিয়া, বাহেরঘাটা, ভূইরা, ছোটপাউলদিয়া,গোবরদী, মৃধাবাড়ি, বয়রাগাদীসহ বিভিন্ন এলাকায়ও লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.আওলাদ হোসেন মোল্লা, সাবেক সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন আহাম্মেদ, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম, উপজেলা বিএনপির সহসভাপতি জাইদুল ইসলাম, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, সাবেক আহ্বায়ক সদস্য মঞ্জুর হোসেন সেন্টু, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য দেলোয়ার হোসেন ভূইয়া, বয়রাগাদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হাওলাদার, বাসাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান, বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন চাকলাদার, সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার মহিউদ্দিন, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি নাফিস খান, সাধারণ সম্পাদক বাদশা মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. নবী, রশুনিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম কাবুল, কেয়াইন ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রবিন শেখ, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য হাসান আহাম্মেদ, সাবেক সহসম্পাদক জহির খান, সাবেক সদস্য মো. কাউসার হোসেন, নাসির খান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহাম্মেদ, বাসাইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জনি গাজী, কেয়াইন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইদ্রান শেখ, জেলা মৎস্যজীবী দলের সহ সাধারণ সম্পাদক হুমায়ুন ভূইয়া, বাসাইল ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মো. আলাউদ্দিন ভূইয়াসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।
আলহাজ্ব মমিন আলী বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনতে ও দেশকে সঠিক পথে পরিচালিত করতে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য।
এ জাতীয় আরো খবর..