সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আমিন এবং সাধারণ সম্পাদক করা হয়েছে সাংবাদিক ও সংগঠক মো. নাজমুল মোল্লাকে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকা বিভাগীয় পরিচালক ড. মোহাম্মদ জহিরুল হুদা স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই কমিটির অনুমোদন প্রদান করা হয়।
কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন সহসভাপতি মো. শামসুল হক হাওলাদার ও শাহ আলম মাঝি। সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন চৈতি দেবনাথ, শাহানারা পারভীন, আশফাক আল করিম, শরিফ খান ও রাসেল শেখ।
নতুন কমিটির মেয়াদ তিন বছর, যা ২৪ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। এই সময়ে কমিটি দুর্নীতি প্রতিরোধে সচেতনতা ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করবে এবং সিরাজদিখান উপজেলাজুড়ে কার্যক্রম পরিচালনা করবে।