জিয়াউল হক বাপ্পি, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি : ৫ নভেম্বর ২৫ ইং
ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া গ্রামের কৃতি সন্তান রাশেদুজ্জামান মজুমদার হাইকোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন। তিনি ছাগলনাইয়া জমদ্দার বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবু আহাম্মদ মজুমদারের সেজো ছেলে।
রাশেদুজ্জামান মজুমদার দীর্ঘদিন ধরে আইন পেশায় সুনামের সঙ্গে যুক্ত রয়েছেন। যোগ্যতা, দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
তার এই সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে।
ছেলের এই অর্জনে গর্ব প্রকাশ করে সকলের কাছে দোয়া চেয়েছেন আলহাজ্ব আবু আহাম্মদ মজুমদার।
এ জাতীয় আরো খবর..