×
  • প্রকাশিত : ২০২৫-১১-০৫
  • ২০ বার পঠিত
 গাজীপুর জেলা প্রতিনিধি:
সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে দেশের সাংবাদিকদের প্রশংসা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, পার্শ্ববর্তী দেশ অনেক সময় নানা গুজব রটায়। তবে আপনারা (সাংবাদিকেরা) সত্য প্রকাশ করায় তাদের গুজব অনেকটা কমেছে। ভবিষ্যতেও যদি তারা মিথ্যা তথ্য ছড়ায়, আপনারা সঠিক মাধ্যমে সেটি প্রতিহত করবেন। বুধবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, দুষ্কৃতকারীরা অনেক কিছু বলবে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনগুলো যেন কোনো কার্যক্রম চালাতে না পারে, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সতর্ক করে বলেন, যারা জামিনে মুক্তি পেয়েছে, তারা যদি পুনরায় অন্যায় কাজে জড়ায়, তাদের সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে। নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও বাহিনীগুলোর সঙ্গে মতবিনিময় সভা করা হয়েছে। জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন সব অপপ্রচার ও গুজব ব্যর্থ হবে। তিনি আরও যোগ করেন, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, নির্বাচন কমিশন এবং প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব হবে। সভায় উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিজা আরেফিন, মহানগর পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জাহিদুল হাসান, পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক, কারা কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat