শফিউল করিম সবুজ:স্টাফ রিপোর্টার
চকরিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
পুলিশ জানায়, ৫ নভেম্বর (বুধবার) সকাল ৮টা ২০ মিনিটের দিকে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে ও অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আরকুানুল ইসলাম, এসআই (নিঃ) ফরিদ হোসাইন, এসআই (নিঃ) মহিউদ্দিন ও এসআই (নিঃ) সুজন বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ নতুন বাসস্টেশন এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছাইরাখালী ছিড়াপাহাড় বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে চট্টগ্রামমুখী একটি সিএনজিতে করে বিপুল পরিমাণ ইয়াবা পাচার হচ্ছে।
সংবাদের সত্যতা যাচাইয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিএনজিটি আটক করে তল্লাশি চালায়। এসময় সিএনজি থেকে ৮০,০০০ (আশি হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করে। তারা হলো—
মোহাম্মদ শফি (৪৩), পিতা-মোঃ আমিন,তুলাতলি, বাইশারি ইউপি,থানা নাইক্ষ্যংছড়ি,
আমির হোসাইন (৫৪), পিতা–মৃত ফজল করিম, বাইশারি, থানা–নাইক্ষ্যংছড়ি,
রফিক উল্লাহ (২৯), পিতা–আলী হোসাইন, তুলাতলী গর্জনীয়া থানা–নাইক্ষ্যংছড়ি,
পুলিশ জানায়, জব্দকৃত ইয়াবা ও সিএনজি উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”
এ জাতীয় আরো খবর..