×
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৩
  • ১৪৯ বার পঠিত
দুমকি (পটুয়াখালী)প্রতিনিধিঃ- দুমকিতে ভাতিজার হাতে চাচা সাবেক পুলিশ সদস্য আ.আজিজ সিকদার (৭০) খুন হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারগাছিয়া গ্রামে এ খুনের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী জানায়, আঠারগাছিয়া গ্রামের আলতাফ সিকদারের সৌদি ফেরত বিকারগ্রস্ত ছেলে শহিদ শিকদার (৩০) ঘটনার দিন ও সময়ে অজানা কারণে আকস্মিক উত্তেজিত হয়ে প্রতিবেশীর ঘরের দরজা, জানালা পিটিয়ে ছোটাছুটি করতে থাকে। এ সময় চাচা সাবেক পুলিশ সদস্য আজিজ সিকদারের হাতে থাকা ধারাল দাও কেড়ে নিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। 
পরে প্রতিবেশীরা গুরুতর আহত আজিজ শিকদারকে উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শেবাচিম হাসপাতালে নেয়ার পর বেলা আড়াইটায় তার মৃত্যু হয়। পরে প্রতিবেশী লোকজন বিকারগ্রস্ত শহিদকে আটক করে পুলিশে সোপর্দ্দ করে।

অভিযুক্ত শহিদ সিকদারের ভাই সবুজ সিকদার জানান, সৌদি ফেরত শহিদ সিকদার বেশ কয়েক দিন ধরে একাকিত্বে থেকে অসংলগ্ন আচরণ করছিল। কারো সাথে কোন পূর্ব বিরোধ না থাকলেও মানসিক ভারসাম্য হারিয়ে এমন  হত্যাকাণ্ডটি ঘটিয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মো. আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।    

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat