×
  • প্রকাশিত : ২০২৪-০৯-১৫
  • ১৯৪ বার পঠিত
রতন মিয়া, জামালপুর প্রতিনিধি:

জমালপুরের মেষ্টায় মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে বাবা খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন ছেলেকে আটক করেছে পুলিশ। গেল শনিবার বিকাল ৪টার দিকে সদর উপজেলার মেষ্টা ইউনিয়ের চর রহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো: নজরুল ইসলাম  (৫৫)। তিনি সদর উপজেলার মেষ্টার চর রহিমপুর গ্রামের মৃত নওশের আলীর ছেলে। অপরদিকে পুলিশের হাতে আটক অভিযুক্তের নাম হৃদয় হাসান।
স্থানীয়রা জানায় , মো: নজরুল ইসলামের দুই  ছেলে ও এক মেয়ে । তিন ছেলে-মেয়ের মধ্যে হৃদয় সবার বড়। দীর্ঘ ৬-৭ বছর যাবদ ধরে  মানসিক সমস্যায় ভুকছেন হৃদয়। শনিবার বিকালে  হঠাৎ হৃদয় তার বাবার ওপর আক্রমণ করে এবং এতে তার বাবার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী বলেন : আমার ছেলে মানসিক ভারসাম্যহীন। সে এখন ও বুজতে পারে নাই যে তার বাবা মারা গেছেন।পরিবারের পক্ষ থেকে আমারা থানায় কোনো অভিযোগ দায়ের করিনি।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহব্বত কবির বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। নিহতে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে  ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat