×
  • প্রকাশিত : ২০২৪-১১-০৯
  • ১১৬ বার পঠিত


বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির (নাটাব) জেলা শাখার আয়োজনে শহরের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার ক্যাফে হাইওয়ে রেস্তারা এন্ড চাইনিজ হলরুমে যক্ষ্মারোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নাটাবের জেলা শাখার সভাপতি মুহাম্মদ হাফিজ উদ্দিনের সভাপতিত্বে সিভিল সার্জন ডাঃ মো. মকছেদুল মোমিন, সিভিল সার্জন কার্যালয়ের ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডাঃ মোস্তাফা কাদের রিসাদ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃআল আমীন ও মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন ডাঃ মো.মকছেদুল মোমিন বলেন,যক্ষ্মারোধে আমাদেরকে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সামাজিকভাবে যক্ষ্মার বিষয়ে সচেতনতামূলক আলোচনা করতে হবে। যক্ষ্মার চিকিৎসা নিলে যক্ষ্মারোগ থেকে মুক্তি পাওয়া সম্ভবে, সেটা মানুষকে জানাতে হবে। পরিবারের একজন সদস্য যক্ষ্মায় আক্রান্ত হলে,পরিবারের বাকিরাও যক্ষ্মায় আক্রান্ত হবে বলেও তিনি জানান।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়,চলিত বছরে গড় হিসেবে মানিকগঞ্জ জেলার সাতটি উপজেলায় যক্ষ্মারোগী ৩৭শ জন। তবে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির তথ্যমতে ১ হাজার ৭৭৮জন রোগী চিকিৎসাধীন। এরমধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় যক্ষ্মা আক্রান্ত রোগীর সংখ্যা ৭০জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat