×
  • প্রকাশিত : ২০২৪-১১-২০
  • ৮৬ বার পঠিত

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৪ (বাসস) : রাজধানীর পাঁচ থানায় দায়ের করা পৃথক মামলায়  সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিসহ পাঁচ মন্ত্রীকে গ্রেফতার দেখিয়েছে আদালত।

অন্য মন্ত্রীরা হলেন- জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু,সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার আজ তাদেরকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। 

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ তাদেরকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এদিন শাহজাহানপুর থানার আওতাধীন এলাকায় বিএনপি কর্মী সৈয়দ হাসান মাহমুদকে হত্যাচেষ্টা ও অপহরণের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুলকে হককে, রাজধানীর পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে, উত্তরা পশ্চিম থানাধীন আমির হোসেন হত্যা মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও আনিসুল হককে গ্রেফতার দেখিয়েছেন আদালত। 

এদিকে বাড্ডা থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক মন্ত্রী শাজাহান খান ও তার ছেলে সাবেক মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান আসিবুর রহমান খানকে এবং মিরপুর থানাধীন এলাকায় মাদরাসা শিক্ষার্থী ও কিশোর মিজানুর রহমান হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat