×
  • প্রকাশিত : ২০২৪-১১-২৯
  • ৭৬ বার পঠিত
 মোঃ শফিকুল ইসলাম, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে মামা রনির বিরুদ্ধে ভাগিনা শাহরিয়ারকে (১৯) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থাকে মামা পালিয়ে যায়। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাষ্টারবাড়ি  বেড়াইদেরচালা (লিচু বাগান) এলাকায় এ ঘটনা ঘটে।

হত্যার শিকার শাহরিয়ার নেত্রকোনার আটপাড়া উপজেলার চারকাতিয়া গ্রামের ললিত মিয়ার ছেলে। সে লিচু বাগান এলাকার মুনমুনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় প্যারামাউন্ট পোশাক কারখানায় অপারেটর হিসেবে চাকরি করতো।

অভিযুক্ত মামা রনি (২৮) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর গ্রামের হুসেন আলীর ছেলে। জানা যায়  ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, দুপুরে মামা রনি ও ভাগিনা শাহরিয়ার ঘরে কথা বলছিলেন। এক পর্যায়ের তাদের মধ্যে কোন একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এসময় ভাগিনা শাহরিয়ার ঘর থেকে বাহিরে আসে। পরে মামা রনি বাহিরে এসে ভাগিনার সাথে আবার তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হলে মামা ভাগিনাকে একের পর এক ছুরির আঘাত করতে থাকে,একাধিকবার ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায়। নিহতের স্বজনেরা তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ারকে মৃত ঘোষণা করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন ন্ডল বলেন, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat