×
  • প্রকাশিত : ২০২৪-১১-৩০
  • ৬১ বার পঠিত

ঝালকাঠি প্রতিনিধি এম এ আজিজ

ঝালকাঠির নলছিটিতে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এই স্মরণ সভার আয়োজন করা হয়।


নলছিটি উপজেলার শহিদ সেলিম তালুকদার ও শহিদ নাইম হাওলাদারের পরিবারের সদস্যসহ আন্দোলনে আহত ব্যক্তিরা ও তাদের পরিবার সভায় উপস্থিত ছিলেন। স্মরণসভায় আন্দোলনের সময়কার বিভীষিকাময় পরিস্থিতি নিয়ে আলোচনা করেন আহতরা।


সভার প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলি পারভীন এবং অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ।


স্মরণসভায় শহিদদের আত্মার শান্তি কামনা ও আহতদের সুস্থতা প্রার্থনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন নলছিটি উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আতিকুর রহমান।


অপরদিকে, একইদিন সকালে রাজাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে আরেকটি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ, রাজাপুর উপজেলা বিএনপি সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. নাসিম উদ্দিন আকন, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাস্টার কবির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা হেদায়েত উল্লাহ ফয়েজি এবং অন্যান্য সরকারি ও বেসরকারি কর্মকর্তারা।


রাজাপুরে আয়োজিত স্মরণসভায় নিহত দুই পরিবারের সদস্য এবং আহত ছয় শিক্ষার্থীকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এছাড়াও বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. আলী হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat