এম সাহাবউদ্দিন সাবু, বরগুনা প্রতিনিধিঃ
উদ্বোধনীর আগেই চমৎকার জমজমাট হয়ে উঠেছে বরিশাল বিভাগীয় বই মেলা। বেলা চারটায় বইমেলা উদ্বোধন হবার কথা থাকলেও ফিতা কেটে প্রধান অতিথি ধর্ম মন্ত্রণালয়ের সচিব (পিআরএল ভোগরত) মুঃ আঃ হামিদ জমাদ্দার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সাড়ে চারটার পরে। কিন্তু তার আগে থেকেই বইমেলার প্রবেশপথের সামনে মানুষের ভিড় ছিল লক্ষণীয়। মেলামঞ্চে আনুষ্ঠানিক আলোচনা সভায় যখন আমন্ত্রিত অতিথিবৃন্দ আসন নিচ্ছেন ঠিক তখন মাঠে বিভিন্ন বইয়ের দোকানে ঘুরছিলেন বরিশালের উল্লেখযোগ্য লেখক ও সাহিত্যিক সাইফুল ইসলাম বুলবুল এবং ছড়াকার দীপঙ্কর চক্রবর্তী। আসেননি বাংলা একাডেমি পুরষ্কার প্রাপ্ত কবি ও ছড়াকার তপংকর চক্রবর্তীসহ সাাবেক কবিতা পরিষদের কোনো নেতৃবৃন্দ। দাওয়াত পাননি বরিশালের অন্যতম কবি হেনরী স্বপনসহ আরো অনেকেই। আসেননি লেখিকা কবি আসমা চৌধুরী, মিনতি রানী, কামরুন্নাহার সহ আরো অনেকে। আলোচনা মঞ্চে নেই লেখক বা সাহিত্যের কোনো প্রতিনিধি। মঞ্চে তখন বক্তব্য রাখছেন প্রধান অতিথি হামিদ জমাদ্দার। বললেন, বই কেনার টাকা যখন থাকবে তখন বই পড়ার সময় থাকবে না। তাই তরুণদের বলছি এখুনি বই পড়ার জন্য সুবর্ণ সময়। যতই ফেসবুকে থাকুন আর বিশ্বকে জানুন, বই পড়ার স্বাদ আলাদা। গুগল সার্চ দিলেই ই-বুকে সব বই পাওয়া যায় এখন। জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি বই আকারে প্রকাশ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস সারা বিশ্বে তা পৌঁছে দিয়েছেন। ৪ ডিসেম্বর বুধবার বরিশালের বেলস পার্ক ময়দানে আয়োজিত এই উদ্বোধনী আয়োজনে বিভাগীয় কমিশনার রায়হান কাওছার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মাসুদুর রহমান, এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম। বরিশালের ছয় জেলা থেকে আগত কবি সাহিত্যিক, সাংস্কৃতিক সংগঠন ও পাঠানুরাগী মানুষ এসময় উপস্থিত ছিলেন।
বেলস পার্ক ময়দানের চারপাশে পর্দার দেয়াল তুলে প্রায় ১০০ শত স্টল সাজানো হয়েছে। অন্যপ্রকাশ, দিব্য প্রকাশ, অন্বেষা, গাংচিল, প্রথমা, শিলা, কথাপ্রকাশ, কবি নজরুল ইনস্টিটিউট, শিল্পকলা একাডেমি সহ ঢাকা থেকে আগত ৭৭টি প্রকাশনি সংস্থার অংশগ্রহণে বিভাগীয় বইমেলার যাত্রা শুরু হলো। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এই মেলা। তবে শুক্রবার সকাল দশটা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে বলে জানালেন মেলার সার্বিক ব্যবস্থাপক অতিরিক্ত বিভাগীয় কমিশনার সোহরাব হোসেন। মেলার ভিতর লেখক, পাঠকের আড্ডার জন্য তৈরি হয়েছে পৃথক তাবু। তারই একটি তাবুতে জাতীয় কবিতা পরিষদ, শিকড়, মুক্তাবলি, বরিশাল সাহিত্য সংসদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে মতবিনিময় সভা করেন জাতীয় গ্রন্থকেন্দ্র পরিচালক আফসানা বেগম। নতুন কবিতা পরিষদের সভাপতি কবি মুস্তফা হাবিব, সাধারণ সম্পাদক মনির জামান, মুক্তবলী সম্পাদক আযাদ আলাউদ্দিন, শিকড় সম্পাদক পথিক মোস্তফা, লেখক কবি শাহানাজ পারভিন, বরিশাল সাহিত্য সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু,
সজীব তাওহীদ, সিফাত চাখারী, কবি ও সাংবাদিক আলাউদ্দিন, মোশারফ মুন্নাসহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন। ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্র বরিশালের উপপরিচালক আহসান উল্লাহ। মতবিনিময় সভায় আগামী আড্ডাগুলোতে দলমত নির্বিশেষে বরিশালের সব লেখক ও কবিদের এই আড্ডায় সম্পৃক্ত করা এবং আনুষ্ঠানিক মঞ্চে প্রশাসনের পাশাপাশি সাহিত্যের মানুষদের গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন পরিচালক আফসানা বেগম।
এ জাতীয় আরো খবর..