এম. এইচ সজিব, সদরপুর, (ফরিদপুর):
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দরগাবাজার ঘাটে আড়িয়াল খাঁ নদে সেতুর অভাবে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে প্রতিদিন খেয়া বা ট্রলার দিয়ে চলাচল করছে। এতে করে যেমন গুনতে হচ্ছে বাড়তি অর্থ আবার নষ্ট হচ্ছে সময়ও। বেশি সমস্যায় পরছে শিক্ষার্থী ও কৃষকেরা।
ফরিদপুর জেলার সদরপুর উপজেলা চর মানাইর ও চর নাসিরপুর ইউনিয়ন, ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়ন ও মাদারীপুর জেলার শিবচর উপজেলার সন্যাসীর চর ইউনিয়ন থেকে দরগাবাজার ঘাট হয়ে ভাঙ্গা ও সদরপুর উপজেলা সদরে আসতে পাড়ি দিতে হয় আড়িয়াল খাঁ নদ। নদের ওপাড়ের হাটবাজার ও শিক্ষা প্রতিষ্ঠানে যেতে প্রতিনিয়তই চরম ভোগান্তি পোহাচ্ছে চরের হাজারো মানুষ।
এখানে সেতু হলে বাড়তি ট্রলার ভাড়া না গুনেই সহজেই স্কুল-কলেজে যেতে পারবে শিক্ষার্থীরা। পাশাপাশি এই অঞ্চলের উৎপাদিত কৃষিপন্য বাজারজাত করতে ভোগান্তিতে পরতে হবে না কৃষকদের।
এই অঞ্চলে সেতু না থাকার ফলে স্বাস্থ্য সেবা, আইনি সেবা, ফায়ার সার্ভিস সেবাসহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এখানকার মানুষ। এই ইউনিয়ন গুলো নদের কারনে উপজেলা থেকে বিচ্ছিন্ন হওয়ায় এখানে প্রতিনিয়ত বাড়ছে মাদক, জুয়া, চুরি ডাকাতিসহ অনেক অনৈতিক কর্মকান্ড।
দরগাবাজার ঘাটে সেতু হলেই সদরপুর ও ভাঙ্গা উপজেলার সাথে সরাসরি সড়ক পথে যুক্ত হতে পারবে এই চরাঞ্চলটি। শুধু তাই নয় এই অঞ্চলের সড়ক ব্যবহার করে সদরপুর ও ভাঙ্গার অনেক যাত্রী পদ্মাসেতু হয়ে কম সময়ে ঢাকা যাতায়াত করতে পারবে।
একটি মাত্র সেতুই পরিবর্তন করে দিতে পারবে তিনটি উপজেলার হাজারো মানুষের ভাগ্য। এই চরাঞ্চলের মানুষের একটাই প্রানের দাবি দরগাবাজার ট্রলার ঘাটে একটি সেতু। স্থানীয়রা দীর্ঘদিন ধরে সেতু নির্মানের দাবী জানিয়ে আসলেও কোন লাভ হয়নি। সংশ্লিষ্ট কতৃপক্ষ নানান প্রতিশ্রুতি দিলেও চরাঞ্চলবাসীদের ভাগ্যে জুটছে শুধুই আশ্বাস।
এ জাতীয় আরো খবর..