×
  • প্রকাশিত : ২০২৪-১২-১৬
  • ৮২ বার পঠিত
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে নানা আয়োজন ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। 

সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি সূচনা করা হয়। দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, থানা, পৌরসভা, বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন,  উপজেলা প্রেস ক্লাব, কালীগঞ্জ কল্যাণ সংস্থা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন ইউএনও তনিমা আফ্রাদ। কালীগঞ্জ শিশু পার্ক প্রাঙ্গণে বিজয় মেলার উদ্বোধন করেন তিনি। 

শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ইউএনও ছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসনিম ঊর্মি, কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, থানার ওসি মো. আলাউদ্দিন সহ উপজেলার বিভিন্ন দফতর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী সহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।  

এছাড়াও, উপজেলা শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat