×
  • প্রকাশিত : ২০২৪-১২-১৭
  • ৬০ বার পঠিত
মোঃ সুজন মাহমুদ 
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসের কর্মসূচি শুরু হয় ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে।

সকাল ৮টায় উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সর্বপ্রথম শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন, যার নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান। এরপর শ্রদ্ধা নিবেদন করেন রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমারত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদার, রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান এবং গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। দুপুরে উপজেলা পরিষদ মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান। তিনি বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুল ও উপহার দিয়ে সম্মাননা প্রদান করেন।

দিবসটির আরও একটি বিশেষ আকর্ষণ ছিল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘বিজয় মেলা’। দিনব্যাপী এই মেলায় বিভিন্ন স্টলে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য প্রদর্শিত হয়। মেলায় কৃষি, মৃৎশিল্প, হস্তশিল্প, কুটির শিল্পের পাশাপাশি নকশিকাঁথা, পিঠেপুলি, শীতবস্ত্র এবং জলবায়ু সহিষ্ণু পণ্যও প্রদর্শিত হয়। স্টলগুলোতে ইলেকট্রনিক পণ্য এবং শিশুদের খেলনাও পাওয়া গেছে।

মেলার আকর্ষণ দেখতে দুপুর থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের ভিড় জমে। বিজয় দিবসের এই আয়োজন পুরো উপজেলা এলাকাকে উৎসবমুখর করে তোলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat