×
  • প্রকাশিত : ২০২৪-১২-২১
  • ৭২ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ( তিন জনকে) জেল ও ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে পৃথক পৃথক অভিযান পরিচালনা  করেন সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ।

ঘটনা সুত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পূর্ব ইউনিয়নের গোয়ালগাও নামক স্থানে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রির অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ০২ জনকে ১৫ দিনের জেল ও এক লক্ষ করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। পরে অভিযানে সদর দক্ষিন উপজেলার বারপাড়া ইউনিয়নের মোহাম্মদপুর নামক স্থানে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রয়ের কারণে এক জনকে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল দেওয়া হয়। বারপাড়া ইউনিয়নের পিপুলিয়া নামক স্থানে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রয়ের কারণে এক অপরাধীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্য একটি অভিযানে উপজেলার বিজয়পুর ইউনিয়নের চৌধুরীখোলা নামক স্থানে অবৈধভাবে পাহাড়ের মাটি কাটার কারণে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়ে সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী সকল অপরাধীদের জরিমানা করা হয়েছে। পুলিশ ও আনসার বাহিনীর সহযোগিতায় জনস্বার্থে মোবাইল কোর্টের এসব অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat