×
  • প্রকাশিত : ২০২৪-১২-৩০
  • ৬৮ বার পঠিত
ঠাকুরগাঁও প্রতিনিধি :
দীর্ঘ ৬ বছর পর ঠাকুরগাঁও সুগার মিলস্ শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে ৩৯১ ভোট পেয়ে নির্বাচিত হোন মি. আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক পদে ২৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন মি. আব্দুল্লাহ আল মাহমুদ খাঁন।
নির্বাচন কমিশন ও চেয়ারম্যান এবং চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) মো: সাইফুল ইসলাম জানান, রোববার সন্ধায় নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়। যৌথ বাহিনীর পক্ষ থেকে সারাদিন আইন-শৃংখলার দায়িত্ব পালন করা হয়। নির্বাচনে সভাপতি পদে ৩৯১ ভোট পেয়ে নির্বাচিত হোন মি. আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক পদে ২৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন মি. আব্দুল্লাহ আল মাহমুদ খাঁন, সহ সভাপতি পদে মি. লুৎফুল কবির ৩৮৫ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে মি. রুহুল আমিন-১ মোট ৩২৬ ভোট পান, অর্থ সম্পাদক পদে মি. জাকিউল আলম ৪১১ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মি. হাসান আলী ৩৭৮ ভোট, প্রচার ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মি. শাহজাহান আলী ৪১৫ ভোট ও কার্যনির্বাহী সদস্য পদে মি. এনামুল হক ১৫৪, মি. মাসুদ হোসেন ২৪৪, মি. রফিকুল ইসলাম ৪৮৫ এবং মি. রুহুল আমিন ৩৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য যে ৮ টি পদের বিপরীতে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।মোট ভোটার সংখ্যা ছিল ৭২১ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat