×
  • প্রকাশিত : ২০২৪-১২-৩১
  • ৭০ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় মাইজখার এলাকায় খেলার ছলে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে একই সঙ্গে আপন দুই বোনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মাইজখার ইউনিয়নের মাইজখার পূর্বপাড়া সামছুক হক কারির বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো মাইজখার গ্রামের সুজন মিয়ার বড় মেয়ে তিন বছর বয়সী সামিয়া আক্তার ও ছোট মেয়ে দেড় বছর বয়সী হামিদা আক্তার। সিএনজি অটোরিকশাচালক সুজন ও গৃহিণী শারমিন আক্তার দম্পত্তির দুই সন্তানই সামিয়া ও হামিদা।

নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্র জানা যায়, মঙ্গলবার সকালে সামিয়া ও হামিদ খেলার ছলে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। সকাল ১০টার পর থেকে তাদেরকে বাড়ির আশেপাশে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। এক পর্যায়ে সকাল সাড়ে ১০টায় বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের দেখে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, এ বিষয়ে এলাকাবাসী বা নিহতের পারিবারিকভাবে আমরা  জানতে পারিনি তবে সংবাদকর্মীদের মাধ্যমে বিষয়টি জেনেছি।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat