×
  • প্রকাশিত : ২০২৫-০১-০২
  • ৭৪ বার পঠিত
এম সাহাবউদ্দিন সাবু 
জেলা প্রতিনিধি,বরগুনা

বরগুনার পাথরঘাটায় নাসির উদ্দিন (৩৮) নামে এক সাবেক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন শেষে শ্বশুরবাড়ি যাওয়ার পথে এ ঘটনা ঘটে। নিহত নাসির পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শাহজাহানের ছেলে। তিনি উপজেলা যুবদলের সদস্য ছিলেন।  
বুধবার (১ জানুয়ারি) দুপুরে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকার নূরিয়া স্কুল সংলগ্ন সড়কে এ হত্যার ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকার বাসিন্দা ফরিদ গাজীর ছেলে মো. হাসান (২৩) ও মাহবুবের ছেলে রাব্বির (২৫) বিরুদ্ধে। উপজেলা বিএনপির দাবি- অভিযুক্ত দুজনেই নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য। 

খোঁজ নিয়ে জানা যায়, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পাথরঘাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ সময় নাসির ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে দুপুরের দিকে অনুষ্ঠান শেষে নাসির তার শ্বশুরবাড়ি কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছার উদ্দেশে রওয়ানা হন। এ সময় পথিমধ্যে পূর্বশত্রুতার জের ধরে মো. হাসান এবং রাব্বি নামে দুজন নাসিরকে আটকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে থাকা স্থানীয় বাসিন্দারা নাসিরকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডে জড়িত দুজনকে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য দাবি করে পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক চৌধুরী  বলেন, ফ্যাসিবাদের পতনের পর পাথরঘাটায় এমন ঘটনা মেনে নেয়া যায় না। এর আগেও আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আসাদুল নামে এক ছাত্রদলের কর্মীকে হত্যা করা হয়েছে। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অনুষ্ঠানে আজকে নাসির উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শ্বশুরবাড়ি যাওয়ার পথে ছাত্রলীগের সদস্য রাব্বি এবং হাসানসহ কয়েকজন মিলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে।  

এ বিষয়ে পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ হত্যাকাণ্ডে অভিযুক্ত রাব্বি ও হাসান কোন দলের রাজনীতির সঙ্গে যুক্ত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat