×
  • প্রকাশিত : ২০২৫-১০-২৯
  • ১৮ বার পঠিত

মুজাহিদ হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি: 


নওগাঁ জেলার সরকারি হাসপাতালগুলোতে ভয়াবহ চিকিৎসক সংকট বিরাজ করছে। জেলার ১১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সৃষ্ট মোট ৩১৯টি ডাক্তার পদের মধ্যে কর্মরত রয়েছেন মাত্র ১১৫ জন। অর্থাৎ প্রায় ৬৫ শতাংশ পদই শূন্য, যার ফলে স্বাস্থ্যসেবা কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে।

এই সংকটে নওগাঁ জেলার প্রায় ২৭ লাখ মানুষের স্বাস্থ্যসেবা ঝুঁকির মুখে। অনেক উপজেলা হাসপাতালে জরুরি বিভাগ চালু রাখা কঠিন হয়ে পড়েছে। রোগীরা চিকিৎসার অভাবে ছোটখাটো অসুস্থতা নিয়েও জেলা সদর বা রাজশাহীর বড় হাসপাতালগুলোর দিকে ছুটছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশেষ করে বদলগাছী, মান্দা, নিয়ামতপুর, পত্নীতলা ও পোরশা উপজেলায় ডাক্তার সংকট সবচেয়ে ভয়াবহ। এসব হাসপাতালে একাধিক বিভাগে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকই নেই।

অন্যদিকে, নওগাঁ জেলা সদরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালেও একই অবস্থা। কাগজে ২৫০ শয্যা হলেও, বাস্তবে এখনো ১০০ শয্যার মতো জনবল ও ওষুধ সরবরাহ রয়েছে। প্রতিদিন হাসপাতালে ভর্তি থাকেন ৩০০ থেকে ৪০০ রোগী, অথচ ডাক্তার রয়েছেন মাত্র ৩৫ জন।

২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল ইসলাম বলেন,আমাদের হাসপাতালে কাগজে ২৫০ শয্যা থাকলেও, এখনও ১০০ শয্যার মতো ডাক্তার ও সরঞ্জাম পাওয়া যায়। এত রোগীর চাপ সামলাতে চিকিৎসকরা অতিরিক্ত ডিউটি করছেন। নওগাঁ মেডিকেল কলেজের ইন্টার্ন ডাক্তাররা সহায়তা করায় কিছুটা স্বস্তি এসেছে, তবে স্থায়ী জনবল নিয়োগ না হলে এই সংকট কাটানো সম্ভব নয়।

জেলা সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম বলেন, নওগাঁয় চিকিৎসক সংকট দীর্ঘদিনের সমস্যা। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরে বারবার জানানো হয়েছে। নতুন পদায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা সীমিত জনবল নিয়ে সর্বোচ্চ চেষ্টা করছি।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এবং একজন ডাক্তারকেই ৫০-৬০ জন রোগী দেখতে হয়। এতে চিকিৎসার মানও ব্যাহত হচ্ছে।

সদর উপজেলার মানিক নামে এক রোগী বলেন,গ্রাম থেকে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। ডাক্তার কম থাকায় একসাথে তিন-চারজন রোগীকে দেখে চিকিৎসা দেন। তবুও সরকারি হাসপাতালে চিকিৎসা পেলে নিজেকে ভাগ্যবান মনে হয়।

বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত শূন্য পদগুলো পূরণ না করলে নওগাঁ জেলার স্বাস্থ্যখাত ভয়াবহ সংকটে পড়বে। এ অবস্থায় তারা সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat