×
  • প্রকাশিত : ২০২৫-০১-০২
  • ৭১ বার পঠিত
বছরের শুরুতেই ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে জড়ালো দুপক্ষ, সব সময়ই পত্র-পত্রিকা এমনকি টিভি চ্যালেনের শিরোনামে থাকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সংর্ঘষের খবর। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনা এ অঞ্চলের সংঘর্ষের খবর নিয়ে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পরে গ্রামবাসী।
এবার নতুন বছরের প্রথম দিনেই সরাইলে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (১ জানুয়ারি) বিকেলে জেলার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের ইমামবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন, আংগুর মিয়া (৪২), কাপ্তান মিয়া (২৫), পারুল আক্তার (৩০), জুলহাস (২৫), জাহাঙ্গীর মিয়া (২৫), দুলাল মিয়া (২৫) ও সজিব মিয়া (১৮)। আহতদের বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, জেলার সরাইল উপজেলার ধামাউড়া গ্রামের ইমামবাড়ি এলাকায় খুরশীদ মিয়ার ছেলে শরীফের ভিটেবাড়ির ৮ শতাংশ জায়গা নিয়ে একই এলাকার মৃত মতর মিয়ার ছেলে হোসেন মিয়ার সাথে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে বুধবার বিকেলে দু’পক্ষের লোকজন খোলা মাঠে লাঠি, বল্লমসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat