×
  • প্রকাশিত : ২০২৫-০১-১৬
  • ৬৩ বার পঠিত
মোঃ সুজন মাহমুদ, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ আব্দুল ছাত্তার স্কুল অ্যান্ড কলেজের নবগঠিত এডহক কমিটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও প্রপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. রুহুল আমীন। বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১:৩০ টায় তার নিজ অফিস কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ মো. রুহুল আমীন জানান, বরিশাল শিক্ষা বোর্ডের অনুমোদনক্রমে নিয়মতান্ত্রিক উপায়ে গঠিত কমিটির সভাপতি হিসেবে অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন নির্বাচিত হন। তবে, চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম তার পছন্দের প্রার্থী সভাপতি না হওয়ায় অধ্যক্ষের ওপর চাপ সৃষ্টি করেন এবং হুমকি প্রদান করেন। তিনি অভিযোগ করেন, নজরুল ইসলাম এই কমিটি ও অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করছেন।

অধ্যক্ষ আরও জানান, গত ১১ জানুয়ারি নজরুল ইসলাম স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দিয়ে কলেজ প্রাঙ্গণে মিছিল ও মানববন্ধন আয়োজন করেন। সেখানে কোনো অভিভাবক বা শিক্ষার্থী অংশ নেয়নি। মিছিলে প্রতিষ্ঠানের অধ্যক্ষকে নিয়ে আপত্তিকর স্লোগান দেওয়া হয়, যা শিক্ষকসমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। ওই দিনই প্রতিষ্ঠানের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির অফিস সহকারী মাঈনুদ্দিন চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ করেন।

অধ্যক্ষের বক্তব্যের বিপরীতে জানতে চাইলে, চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “মানববন্ধন করেছেন অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এডহক কমিটির গঠনে এলাকায় জনপ্রিয় প্রার্থী রাশেদ খান রিপনের নাম প্রস্তাব করা হলেও অ্যাডভোকেট জসিম উদ্দিনের নাম পাঠানো হয়েছে। এতে অসন্তোষ দেখা দিয়েছে।”

এ প্রসঙ্গে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমারত হোসেন বলেন, “তালা দেওয়ার বিষয়ে আমাদের জানানো হয়েছে। আমরা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে তালা ভেঙে কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছি।”

এ ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ স্বাভাবিক রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat