×
  • প্রকাশিত : ২০২৪-১২-০২
  • ৬৮ বার পঠিত
ডেস্ক রিপোর্ট
চট্টগ্রামের উন্নয়নে দল-মত ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, “আপনারা যদি আমার ভুল ধরিয়ে দেন, আমি সেগুলো সংশোধন করে নগরীকে মানুষের জন্য বাসযোগ্য করতে পারবো।”

রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রামের ১৭তম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি চট্টগ্রামের সৌন্দর্য রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।

‘বন্ধনে সতেরো, স্বপ্ন দেখি আরো’ শ্লোগানে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে টিসিজেএ সভাপতি শফিক আহমেদ সাজীব সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি সাংবাদিক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ এবং সাধারণ সম্পাদক সালেহ নোমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি লোহাগাড়া উপজেলা শাখার আহ্বায়ক নাজমুল মোস্তাফা আমিন, নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা এবং টিসিজেএ নেতৃবৃন্দ।

টিসিজেএ সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম চৌধুরীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন টিসিজেএ সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর, অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাসু দেব, দপ্তর সম্পাদক মো. পারভেজ রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ এবং নির্বাহী সদস্যসহ অন্যান্য সদস্যরা।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা নগরের সমস্যাগুলো তুলে ধরে নাগরিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সমাজের এ ধরনের সহযোগিতাই চট্টগ্রামকে একটি উন্নত নগরীতে রূপান্তরিত করতে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat