জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুর পৌরসভার অন্তর্গত ৭ নং ওয়ার্ড বিএনপির অসহায় দোস্ত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে। ১৮ জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ শনিবার পুরাতন বাইপাস মোড়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলি মামুন।
৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর তরুণ হাসান কাজলের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শুভ। বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের সহায়তায় অত্র ওয়ার্ডের অসহায় দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে প্রায় ছয় শতাধিক কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণর দুই দিন পূর্বেই কম্বল প্রাপ্তি দের মাঝে স্লীপ বিতরণ করা হয়। সেই স্লিপের মাধ্যমে সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, শহর বি এন পির সাধারণ সম্পাদক শাহ আব্দুল আল মাসুদ, সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মমিন, পৌর পৌরজাসাস এর সাথে সভাপতি মামুন, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক থানা শ্রমিক দলে সভাপতি হারুন, পৌর শ্রমিক দলের সদস্য সচিব জাহিদ হাসান জনি, যুগ্ন আহবায়ক সুজন শেখ, সাজু, ফিরোজ আহমেদ লাল, বাস মিনিবাস পরিচালনা সদস্য মোহাম্মদ আল-আমিন হোসেন, পৌর কৃষকদের যুগ্ন আহবায়ক নাজমুল হক খান সুমন, ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল মান্নান মানু। সভাপতি সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়। অনুষ্ঠান সমাপ্তির পূর্বে সভাপতি তার বক্তব্যে অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে কোন ভুলভ্রান্তি হয়ে থাকলে অথবা তার কথায় কেউ কোনো থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন এবং কম্বল সীমিত থাকার জন্য সকলে চাহিদা পূরণ করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেন। যারা পায়নি তাদেরকে মন খারাপ না করার আহ্বান জানান।
এ জাতীয় আরো খবর..