×
  • প্রকাশিত : ২০২৫-০১-২৭
  • ৫৮ বার পঠিত
শেখ আব্দুর রশিদ, ক্রাইম রিপোর্টার 
সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রবিবার (২৬  জানুযারী) মধ্যরাতে ঢাকার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।  তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক।

স্বৈরাচার সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ছাত্র-জনতা উপর গুলি করে হত্যার কয়েক ডজন মামলার এই আসামি সাবেক মন্ত্রী ডা. এনামুর রহমান । এসব মামলায় রিমান্ড চেয়ে ২৭ শে জানুয়ারী সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানা যায় ।  ডাঃ এনামুর রহমান ঢাকা ১৯ সাভার ও আশুলিয়া থেকে এমপি নির্বাচিত হয়ে পরে তাকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্হাপনা প্রতিমন্ত্রী দায়িত্ব দিয়েছিলেন আওয়ামী লীগ শাসনামলে। দীর্ঘ পাঁচ মাস পালিয়ে থেকেও শেষ রেহাই হলো না এই সাবেক মন্ত্রীর।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি গা-ঢাকা দেন। তার বিরুদ্ধে সাভার ও আশুলিয়া থানায় ৯টি হত্যা মামলা দায়ের হয়েছে। ডা. এনামুর রহমান ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৯ আসন থেকে বিনা ভোটে নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই কায়দায় সংসদ সদস্য বনে যায়। ২০১৯ সালের ৭ জানুয়ারি শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়। ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে ভরাডুবি হয়।  স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলামের কাছে পরাজিত হয়।

এ ছাড়া তিনি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির করে। 
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ক্ষমতার অপব্যবহার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে এনামুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

ঢাকা-১৯ আসনের সাবেক এ সংসদ সদস্যের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তিনি অবৈধ সম্পদ অর্জন করেছেন।
 
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডা. এনামুর রহমানের নিজ নামে নগদ জমা ও বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ আছে প্রায় ৬ কোটি টাকার। এছাড়া এনাম মেডিকেল হসপিটাল প্রাইভেট লিমিটেড, এনাম এডুকেশন এন্ড ইন্ডাস্ট্রিয়াল ভিলেজ (প্রাইভেট) লিমিটেড এবং এনাম ক্যান্সার হসপিটাল লিমিটেডে কোটি কোটি টাকা বিনিয়োগ রয়েছে। 

এছাড়া, গত আগস্টে কোটা সংস্কার আন্দোলনে অনেকে আহত ও নিহত হয়। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এসব ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক হত্যা ও হত্যা চেষ্টার মামলা করা হয়েছে।সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বছরের ২৩ সেপ্টেম্বর দুদকের কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের গোয়েন্দা ইউনিটের অনুসন্ধানে প্রাথমিক সত্যতা থাকায় তার বিরুদ্ধে প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। ডাক্তার এনামের বিরুদ্ধে রয়েছে একাধিক নারি কেলেঙ্কারি। তৎকালীন তিনি সাভার-আশুলিয়া জন পথে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার ধূসরদের অবৈধ টাকার মালিক করেন। তখন তার দাপটে কেউ টু শব্দ করার সাহস পায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat