×
  • প্রকাশিত : ২০২৫-০১-২৭
  • ১৪৬ বার পঠিত
 মধ্যনগর, ধর্মপাশা
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে চল্লিশ টি গরু সহ চোরাকারবারী ০৪ জন গ্রেফতার। 
( ২৬) জানুয়ারি  রাতে  মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় ও মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সজীব রহমানের নেতৃত্বে এসআই মোঃ আলমগীর হোসেন সঙ্গীয় এএসআই  মোঃ আবু হানিফ, ও সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে অবৈধ পথে চোরাচালানের মাধ্যমে ভারত হইতে গরু বাংলাদেশের অভ্যন্তরে আনার সময় মধ্যনগর থানাধীন ০৩নং চামরদানী ইউপিস্থ কাইতকান্দা পশ্চিমপাড়া মেশিন বাড়ী সংলগ্ন সুমেশ্বরী নদীর ঘাট হইতে চোরাকারবী ১। মোঃ মহর আলী(৪৮), পিতা-মৃত: আব্দুল হাসেম, সাং-আমানীপুর, ২। মোঃ আয়নাল হক (৪০), পিতা-আসন্তর আলী, সাং-তেলিগাও, ৩। মোঃ দুদ মিয়া (৩৪), পিতা-মোঃ আব্দুল্লাহ, সাং-তেলিগাও, ৪। মোঃ আবুল কালাম (৫৮), পিতা-মৃত: কামাল উদ্দিন সাং-জগন্নাথপুর সর্ব ০২নং বংশীকুন্ডা দক্ষিন ইউপি, সর্ব থানা-মধ্যনগর, জেলা-সুনামগঞ্জদেরকে ছোট বড় চল্লিশ টি বিভিন্ন রং ও বয়সের ষাঁড় গরু সহ গ্রেফতার করে বর্নিত আসামী সহ পলাতক অজ্ঞাতনামা ৬/৭ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করে মধ্যনগর থানার মামলা নং-৯, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি এর ১(বি) রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। মামলাটির তদন্তভার এসআই মো: আসাদুল ইসলাম এর নিকট প্রদান করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat