×
  • প্রকাশিত : ২০২৫-০১-২৯
  • ৮০ বার পঠিত
মোঃ নাজিম আহমেদ ( রানা )
জেলা প্রতিনিধি 
 গাইবান্ধা
২৯/০১/২০২৫ইং
স্থানীয় জনগণের সহায়তায় থানা পুলিশ স্কুলের নৈশ প্রহরী মতিয়ার রহমানের বাড়ি থেকে ২টি চোরাইগরু উদ্ধার ছাড়াও চোরাই সন্ধেহে আরও ৬ টি গরু জব্দ করেছে।
মতিয়ার রহমান সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের আরিফ খাঁ গ্রামের মৃত আবু মিয়ার পুত্র ও রহমতপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী। রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মোসাব্বীর হোসেন জানান, রবিবার ভোর রাত্রী আনুমানিক ৪ টার সময় ইউনিয়নের ভগবানপুর গ্রামের শ্রী পুলিন বর্মনের পুত্র প্রদীপ ও পবিত্র বর্মনের ২টি গরু চুরি হয়।
পরে সেই দিনে বিভিন্ন জায়গায় খোজাখোজীর পর এক পর্যায়ে গোপন সুত্রে গরুর মালিক জানতে পারেন চুরি যাওয়া গরু ২টি স্কুলের নৈশপ্রহরী মতিয়ারের বাড়িতে রয়েছে।
তারা পুলিশে খবর দিলে তাদের দেওয়া  তথ্যমতে পুলিশ সেই স্থানে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় মতিয়ারের বাড়িতে তল্লাশি চালিয়ে ২ চোরাই যাওয়া গরু উদ্ধারসহ চোরাই সন্ধেহে আরও ৬ টি গরু জব্দ করে।
এরপর এ সব গরু ইউনিয়নের খায়রুল নামে এক ব্যক্তির খোঁয়াড়ে রাখে। ঘটনাটির পর থেকে নৈশ্য প্রহরী মতিয়ার রহমান গা ঢাকা দিয়েছে ।
গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ শাহীনুর ইসলাম তালুকদার জানান, ২ টি গরু খোঁয়াড় থেকে তাদের মালিক প্রদীপ ও পবিত্র বর্মনের কাছে বুঝে দেওয়া হয়েছে এবং মতিয়ারের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করা হয়েছে । 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat