মোঃ নাজিম আহামেদ (রানা) ,গাইবান্ধা প্রতিনিধি;
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় পদযাত্রা ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেছে জেলা তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি।
রবিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে স্মারকলিপি জমা দেন কমিটির নেতৃবৃন্দ। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি পদযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম প্রামানিক মাহমুদসহ আরও অনেকে।
বক্তারা বলেন, সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু দেখতে চান তারা। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আশার সঞ্চার করেও তিস্তা এলাকার প্রায় ২ কোটি মানুষকে হতাশ করেছেন ক্ষমতাসীনরা।
বক্তারা আরও জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে রংপুর অঞ্চলের পাঁচ জেলায় নতুন অর্থনৈতিক দিগন্ত উন্মোচিত হবে। তাই কালক্ষেপণ নয়, অবিলম্বে কাজ শুরু করার দাবি জানান তারা। এ দাবিতে বিএনপির নেতাকর্মীরা সর্বাত্মকভাবে প্রস্তুত বলেও উল্লেখ করেন বক্তারা।
রংপুর বিভাগের পাঁচ জেলায় একযোগে এই কর্মসূচি পালন করা হয়। আগামী ৯ অক্টোবর পাঁচ জেলার উপজেলা পর্যায়ে গণমিছিল ও সমাবেশ এবং ১৬ অক্টোবর নদীতীরবর্তী ১১টি স্থানে একযোগে মশাল প্রজ্জ্বলনের কর্মসূচি ঘোষণা করা হয়।
এ জাতীয় আরো খবর..