পরশুরাম প্রতিনিধি;
ফেনীর পরশুরামে ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে ৪ বিজিবি।
সোমবার সকাল ৮টার দিকে বাউরখুমা-তালুকপাড়া মাঠ এলাকা থেকে তাকে ধরা হয়।
আটককৃত মাদক কারবারি- মোঃ মিজানুর রহমান (৪৫)।
তিনি মৃত বজলুর রহমানের পুত্র ও ফেনীর পরশুরাম উপজেলার বাউরখুমা-তালুকপাড়া গ্রামের বাসিন্দা।
তার কাছ থেকে ভারতীয় ম্যাকডুয়েল হুইস্কি ৪ পিস (৩৭৫ এমএল) উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৬ হাজার টাকা।
বিজিবি জানায়, মিজানুর রহমান নিয়মিত সীমান্ত দিয়ে মাদক পাচার করত। তার নামে পূর্বে ১০টি মামলা রয়েছে। আটক আসামিকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে
এ জাতীয় আরো খবর..