×
  • প্রকাশিত : ২০২৫-১০-০৬
  • ১৮ বার পঠিত
মানিকগঞ্জ প্রতিনিধি ;

মানিকগঞ্জ শহরের স্বর্ণকার পট্টিতে নিজের দোকানে লুটের নাটক সাজিয়ে শেষমেশ নিজেই ফেঁসে গেছেন স্বর্ণকার শুভ দাস (৩৫)। পাঁচ লাখ টাকার চুক্তিতে তিন দুর্বৃত্তকে ভাড়া করে এই সিনেমাটিক কাহিনি সাজান তিনি।

পশ্চিম দাশড়া এলাকার স্বর্ণকার পট্টিতে পান্ডব ভবনের নিচতলায় অবস্থিত ‘অভি অলংকার’ নামের দোকানের মালিক শুভ দাস মূলত স্বর্ণের একজন কারিগর। গত শনিবার (৪ অক্টোবর) রাতে সেখানে ঘটে কথিত স্বর্ণ লুটের ঘটনাটি।

পুলিশ জানায়, ঘটনার রাতে শুভ দাস মোবাইল ফোনে বার্তা পাঠান তিন সহযোগী—সোহান, আমানত ও শরীফকে। এরপর ক্যাপ পরা দুজন যুবক দোকানে প্রবেশ করে ভয়ংকর ছিনতাইকারীর অভিনয় করে। তারা শুভ দাসের গলায় চাকু ঠেকিয়ে লকার খুলে প্রায় ২২ ভরি স্বর্ণালংকার (মূল্য প্রায় ৪০ লাখ টাকা) নিয়ে যায়। ঘটনাকে বাস্তব মনে করাতে শুভ দাসকেও এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

রবিবার (৫ অক্টোবর) গভীর রাতে শহরের পৌলী এলাকার শাইলীপাড়া থেকে পুলিশ তিন দুর্বৃত্তকে গ্রেপ্তার করে। পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে পুরো ঘটনার নেপথ্যের নাটকীয় সত্য।

একজন তদন্ত কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “প্রাথমিক তদন্তে স্পষ্ট হয়েছে—ঘটনাটি পুরোপুরি সাজানো। দোকান মালিক শুভ দাসই ছিলেন পরিকল্পনার মূল হোতা।”

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, “ঘটনার পেছনে অর্থনৈতিক টানাপোড়েন নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল—তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা, তাও তদন্তাধীন।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat