সাতক্ষীরা প্রতিনিধি:
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন আমরা ক্ষমতায় গেলে বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ হবে। অত্যাচার থাকবে না, জুলুম থাকবে না। দুনিয়ার বুকে একটি মডেল বাংলাদেশ গড়ে তুলা হবে। ছাত্র-ছাত্রী যুবকদের স্কুল, কলেজে নৈতিক শিক্ষা ও উৎপাদন মুখী করে কারিগরি শিক্ষা দিয়ে লক্ষ লক্ষ যুবককে এমনভাবে কাজ দেব, শিক্ষিত করবো সবাই উচ্চ পদে যাবে। কোন বেকার থাকবে না।
বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত অর্থনীতি ও উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ। সারা বাংলাদেশে স্বপ্ন বিভোর শুধু দাঁড়িপাল্লায় ভোট দিবে। সারাদেশে দাড়পাল্লার জয়োর সৃষ্টি হয়েছে।
সোমবার ২০(অক্টোবর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী তালা উপজেলা শাখার আয়োজনে তালা ফুটবল মাঠে ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ৫৪ বছর যারা শাসন করেছে তারা দূর্নীতি করেছে। বিএনপি ক্ষমতায় গেলে জামাত নিষিদ্ধ করার প্রশ্নে তুলে তিনি বলেন বিএনপি'র কন্ঠে আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের কন্ঠ সোনা যায়। এদেশে চাঁদাবাজি, সন্ত্রাসী, লুটপাট কারীদের কোন স্থান হবে না। সারাদেশে যে জোয়ার উঠেছো সেই জোয়ার সংসদ ভবনে পৌছায় দিতে হবে।
গণভোট জাতীয় নির্বাচনের দিন হওয়ার সুযোগ নেই। যারা সত্যিকার অর্থে জুলাই সনদের আইনি ভিত্তি চায় না, তারাই জুলাই সনদ নিয়ে টালবাহানা করছে। যারা ভোট চুরি করে ক্ষমতায় বসে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চায়, তারাই গণভোট সংসদ নির্বাচনের দিন চায়।
সমাবেশে তালা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. মফিদুল্লাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ,
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও অঞ্চল পরিচালক মুহাম্মিদ আদ্দুল খালেক, কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সুরা সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, জেলা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস রবিউল বাসার, জেলা জামাতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমীর ডা. শেখ মাহমুদুল হক।