সুজন রায় মাধবপুর (হবিগঞ্জ):
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের বুল্লা বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১৯ অক্টোবর) রাত তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে জানা গেছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুল্লা বাজারের উত্তর পাশে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক সংলগ্ন সুমন খানের অটো ব্যাটারি চার্জের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন পাশের
বুল্লা বাজারে মাসুক মিয়া পোল্ট্রি ফার্ম ও একটি ডেকোরেটার্সের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত দোকানদার মাসুক মিয়া বলেন, “তিল তিল করে গড়া জীবনের সম্বল ডেকোরেটার্স দোকানটি পুড়ে নিঃস্ব হয়ে গেছি।” মাধবপুর ফায়ার সার্ভিস এর ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ মো: তোফাজ্জল হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, আগুনে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। ফায়ারসার্ভিস ও স্থানীয় জনসাধারণের প্রচেষ্টায় প্রায় ২৫ লাখ টাকার সম্পদ রক্ষা পেয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এ জাতীয় আরো খবর..