×
  • প্রকাশিত : ২০২৫-১০-০৭
  • ১৯ বার পঠিত
ছাইদুল ইসলাম, নওগাঁ ;

নওগাঁর ধামইরহাটে ধানক্ষেতের পানির ড্রেনে উপুর হয়ে পড়ে থাকা অবস্থায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নিতাই রবিদাস (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত ওই যুবক উপজেলার আড়ানগর ইউনিয়নের সেননগর গ্রামের বিনয় রবিদাসের ছেলে। তিনি ওয়ার্ল্ড ভিশনের ইউনিয়ন পর্যায়ে সুপারভাইজার পদে চাকরি করতেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর সময়ের আলোকে বলেন, ‘নিহত ওই যুবক সোমবার (৬ অক্টোবর ) বাড়ি থেকে বাহিরের উদ্দেশ্যে বের হয়ে আর ঘরে ফিরেনি। নিহতের পরিবার আত্মীয়স্বজনের বাসায় অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে হতাশ হলে আজ ভোর সাড়ে পাঁচটায় চকবদল গ্রামের লোকজন ভিকটিমকে রাস্তার ধারে ধানক্ষেতের পানির ড্রেনে উপুর হয়ে পড়ে থাকতে দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় হেফাজতে নেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘মরদেহটি সড়কের উপরে উঠানোর পর নিহতের চাচা দিলীপ রবি দাস ভাস্তার লাশ  সনাক্ত করতে সক্ষম হয়। সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলায় পাঠানো হয়েছে। সম্ভবত তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ওই যুবকের কপালে ও মাথায় কয়েক জায়গায় গুরুতর রক্তাক্ত কাটা জখম ছিল। এবিষয়ে তদন্ত চলছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat