সুজন রায়,মাধবপুর ,হবিগঞ্জ ;
হবিগঞ্জ জেলা প্রশাসনের টিআর (টেস্ট রিলিফ) খাতের গাছের চারা রোপণ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতি চারার খরচ বাড়িয়ে দেখানো, অনুমোদনবিহীন অর্থ ছাড় এবং প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন ছাড়াই কাজ সম্পন্ন করায় মাধবপুর জুড়ে সমালোচনার ঝড় বইছে।
সূত্র জানায়, টিআর খাত থেকে বরাদ্দ পাওয়া ৬ লাখ টাকার মধ্যে শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা-বাগান সংলগ্ন সড়কের দুপাশে চারা রোপণের জন্য ৩ লাখ টাকার প্রকল্প অনুমোদন করা হয়। কিন্তু প্রকল্পে ৫ শতাধিক গাছ লাগানো হলেও প্রতি চারায় ৬০০ টাকা ব্যয় দেখানো হয়েছে। বাস্তবে গাছ, খুঁটি ও প্লাস্টিকের বেড়া মিলিয়ে এ ব্যয় ১০০ থেকে ২০০ টাকার বেশি হওয়ার কথা নয়—এমন দাবি স্থানীয় নার্সারি মালিকদের।
ফলে প্রকল্পে প্রায় ২ লাখ টাকার অতিরিক্ত ব্যয় দেখানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে কে বা কারা কাজটি করেছে কিংবা কোন ঠিকাদার জড়িত ছিলেন—তা স্পষ্ট নয়।
শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ চৌধুরী বলেন,“কাজটি কীভাবে হয়েছে, আমি জানি না। কাজ না দেখে পিআইসির সভাপতির দায়িত্ব নিতে রাজি হইনি।”
অন্যদিকে উপজেলা হিসাবরক্ষক কর্মকর্তা এহসানুল কাদির জানান,“ইউএনও সাহেবের নির্দেশেই অর্থ ছাড় করা হয়েছে। পিআইসি কমিটি গঠন হয়েছে কি না, সেটা আমাদের বিষয় নয়।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেম বলেন, “পিআইসি না হলেও কোনো সমস্যা নেই। প্রয়োজনে বিকল্পভাবে কমিটি গঠন করা হবে। চারা রোপণে কোনো অনিয়ম হয়নি।” এ বিষয়ে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান বলেন, “অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
এ জাতীয় আরো খবর..