×
  • প্রকাশিত : ২০২৫-১০-১১
  • ১৫ বার পঠিত
মোঃ নাজিম আহামেদ রানা, জেলা প্রতিনিধি গাইবান্ধা ;

দীর্ঘ আট বছর পর উৎসবমুখর পরিবেশে গাইবান্ধা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বেলা ১২টার দিকে পৌর পার্কের শহীদ মিনার চত্বরে এ সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক সাদা কবুতর উড়িয়ে কার্যক্রম শুরু হয়।

সম্মেলনে পৌর বিএনপির আহ্বায়ক শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সদস্য সচিব মোস্তাক আহমেদ মোস্তাকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। এসময় আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক এবং সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল।

পরে বিকেল পৌনে ৩টায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। এতে পৌর শহরের ৯টি ওয়ার্ডের ৪৬৯ জন কাউন্সিলর গোপন ব্যালটে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার জন্য ভোট দেন। কাউন্সিলে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

এদিকে কাউন্সিলের প্রধান নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করছেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat