×
  • প্রকাশিত : ২০২৫-১০-১২
  • ১৮ বার পঠিত
সাতক্ষীরা প্রতিনিধি ;

সাতক্ষীরায় টিসিভি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার সকাল সাড়ে ৯ টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা স্বাস্থ্য বিভাগ সাতক্ষীরার আয়োজনে উক্ত  ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে  বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম,  সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। 

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক রওশান আরা, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জেলা শিক্ষা অফিসার মাওলানা আবুল খায়ের, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপ পরিচালক নাজমুন নাহার, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মেহেদী হাসান,  সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মিয়ারাজ হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আঃ বারী, ডব্লিউএইচও এর প্রতিনিধি ডাঃ রাশেদ উদ্দিন মৃধা, ডাঃ ইশরাত জাহান সুমনা, ইপিআই সুপারিন্টেন্ডেন্ট শেখ আব্দুল বাকি, সদর উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) শেখ মহিবুর রহমান সহ প্রমুখ।


 উল্লেখ্য সাতক্ষীরায় আজ থেকে ৯ মাস হতে ১৫ বছর বয়স (নবম শ্রেণী) পর্যন্ত  টিকাদান করা হবে। জেলায় ৫ লক্ষ ৫ হাজারের অধিক টিকা প্রদান করা হবে।

বাংলাদেশে ২০২১ সালে প্রায় ৪,৭৮,০০০ জন টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় যার মধ্যে ৭,০০০ জন মৃত্যু বারণ করেন। টাইফয়েড রোগ নিয়ন্ত্রণে সরকার ইপিআই এর ব্যবস্থাপনায় বিনামূল্যে উক্ত টিকা প্রদান কার্যক্রম শুরু করেছে। 

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ মাহবুবর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat