×
  • প্রকাশিত : ২০২৫-১০-১৫
  • ৩ বার পঠিত
ইসমাইল মুজাহিদ, ফুলগাজী প্রতিনিধি: ১৫ অক্টোবর ২০২৫

ফেনী-বিলোনিয়া সড়কের স্ট্যান্ডার্ড টু লেন প্রকল্পের আওতায় ফুলগাজী বাজার অংশে চলছে সড়ক নির্মাণকাজ। তবে স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই বাজার এলাকায় এক নম্বর ইটের পরিবর্তে দুই ও তিন নাম্বার ইট ব্যবহার করা হচ্ছে, যা নিয়ে দেখা দিয়েছে টেকসইতা নিয়ে প্রশ্ন।

উল্লেখ্য, ফুলগাজী বাজার এলাকা বন্যাপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত, আর এর পাশেই রয়েছে ফুলগাজী বাজার সেতু। এলাকাবাসীর দাবি, “এখানে যদি এক নম্বর ইট ব্যবহার করা হতো, তাহলে রাস্তা দীর্ঘস্থায়ী হতো এবং বর্ষার সময় সহজে নষ্ট হতো না।”

একাধিক পথচারী জানান, প্রতিদিন এই সড়ক দিয়ে প্রচুর যানবাহন চলাচল করে। তারা বলেন, “বাজারের পাশ দিয়ে বন্যার পানি প্রবাহিত হলে এই দুই নাম্বার ইটের রাস্তা বেশিদিন টিকবে না, অল্প সময়েই ভেঙে পড়বে।”

এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন, প্রকল্পের মান বজায় রেখে যেন এক নম্বর ইট ব্যবহার করা হয় এবং কাজের গুণগত মানে কোনো ধরনের আপোষ না করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat