- প্রকাশিত : ২০২৫-১০-২১
- ১ বার পঠিত
ছাগলনাইয়া প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনীর ছাগলনাইয়া উপজেলায় নির্বাচনী পথসভা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ (ফুলগাজী–পরশুরাম–ছাগলনাইয়া) আসনের বিএনপির সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু।
মঙ্গলবার সকালে তিনি পৌরসভার পূর্ব ছাগলনাইয়া ও পশ্চিম ছাগলনাইয়ায় পৃথক পথসভায় যোগ দেন। এসময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তৃতাকালে রফিকুল আলম মজনু বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির বিকল্প নেই। জনগণের শক্তিতেই পরিবর্তন আসবে।”
তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, “ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। জনগণের বিশ্বাস ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য।”
পথসভায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..