২১ অক্টোবর (মঙ্গলবার) গাজীপুরের কালিয়াকৈরে রুমাইসা হাসপাতালে তদন্ত শেষে গাজীপুর জেলা সিভিল সার্জন মোঃ মামুনুর রহমান আগামী বৃহস্পতিবার থেকে হাসপাতাল সিলগালার নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য যে, গতকাল ২০ অক্টোবর (সোমবার) রুমাইসা হাসপাতালে ভুল রক্ত পুশ করার অভিযোগে এক সিজার রোগীর মৃত্যু হয়েছে।
নিহতের নাম খাদিজা আক্তার (২৫)। তিনি চাপাইর গ্রামের জামির হোসেনের ছেলে আবির হোসেনের স্ত্রী।
পরিবারের অভিযোগ, শনিবার রাতে প্রসব ব্যথা নিয়ে খাদিজাকে রুমাইসা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেন। তবে অপারেশনের পর অবস্থার অবনতি হলে তাকে ভুল রক্ত পুশ করা হয় বলে দাবি করেছেন স্বজনরা। পরে চিকিৎসাধীন অবস্থায় খাদিজার মৃত্যু হয়।
নিহতের স্বামী ও মা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগ করেছেন। তাদের অভিযোগ, হাসপাতালের অব্যবস্থাপনা ও চিকিৎসকের অদক্ষতার কারণেই খাদিজার মৃত্যু হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
এ বিষয়ে রুমাইসা হাসপাতালের ম্যানেজার তুহিনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন বলেন,আমরা ঘটনাটি অবগত হওয়ার পর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। কমিটির সদস্যরা আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন। এরপর ইউএনও মহোদয়কে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তারই ধারাবাহিকতায় ২১ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে তদন্তপূর্বক গাজীপুর জেলা সিভিল সার্জন মোঃ মামুনুর রহমান রুমাইসা হাসপাতাল পরিদর্শন করেন এবং পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের সাথে কথা বলে তিনি জানান, গতকাল ভুল গ্রুপের রক্ত পুষ করার ঘটনায় রুগীর মৃত্যু হয়েছে। এই হাসপাতালের বৈধ কোন কাগজ নেই এবং অপারেশন পরবর্তী পোস্টঅপারেটিভ রুম না থাকায় হাসপাতালটি আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে সিলগালা করে দেওয়া হবে।