সুজন রায়,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ৩ টায় মাধবপুর থানাধীন মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো: আল মামুন এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আদাঐর ইউনিয়নের রাজনগর গ্রামে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মো: এমরান মিয়া (৪৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেন এবং মাদক পাচার কাজে ব্যাবহৃত একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল জব্দ করে।
এমরান মিয়া রাজনগর গ্রামের মৃত কোয়াত আলীর পুত্র। এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে তার তিন সহযোগী পালিয়ে যায়। মাধবপুর থানার ওসি মো: সহিদ উল্ল্যা সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রকৃয়াধীন আছে।
এ জাতীয় আরো খবর..